সাতক্ষীরার টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সঞ্জীব কুমার ব্যানার্জী ও স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌসের একটি অসামাজিক ও অনৈতিক অনৈতিক কর্মকান্ডের সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিদ্যালয়ের সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে স্মারকলীপি প্রদান করা হয়৷ মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে এমএ কাশেম, আবু তালেব বুলবুল, সিরাজুল ইসলাম, ফারুক মাহাবুবুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোনের দেবহাটা উপজেলার সাবেক আহবায়ক মোজাহিদ বিন ফিরোজ সহ আরও অনেকে।এসময় বক্তব্যে বলেন, গত কয়দিন আগে ওই শিক্ষক ও আয়া স্থানীয় জনতার মাধ্যমে ধরা পড়ে এবং পুলিশ কর্তৃক তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করে। এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক...