মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো পবিত্রতা রক্ষা ও শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ইসলাম ধর্মে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা রক্ষা করতে ভালোবাসেন।’ (সুরা তাওবা : ১০৮)পবিত্রতা অর্জন ও শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার একটি অন্যতম প্রক্রিয়া হলো গোসল করা। এ ক্ষেত্রে অনেকেই ঘরে বা বাথরুমে একা থাকলে নির্দ্বিধায় উলঙ্গ হয়ে গোসল করেন। তাই প্রশ্ন জাগে, ‘বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ? এমনটা করলে গোনাহ হবে কি না?’চলুন তাহলে শরিয়তের ভাষ্য জেনে নিই—মাদ্রাসা মারকাযুন নূর বোর্ডবাজার,গাজীপুর-এর পরিচালকমুফতি রিজওয়ান রফিকীবলেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে। তবে ইসলামী শরিয়তে নির্জনেও পূর্ণ উলঙ্গ থাকা অনুচিত বলে ঘোষণা করা হয়েছে।বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদতিনি জানান, হজরত মুআবিয়া (রা.) বলেছেন, ‘আমি রাসুলকে (সা.) জিজ্ঞেস করলাম, আমরা...