ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করে। এ সময় সন্ত্রাসীদের বাসা তল্লাশি কালে একটি বিদেশি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো ১৩ টি চাপাতি, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করে সেনা সদস্যরা। আটককৃতরা হলেন- মো. বিশাল (২০), নাজমুল (২০), শিপন...