বড়শি দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে মাছ শিকার করা মৎস্যপ্রেমীদের পছন্দের। কিন্তু পানির নিচে সেই কাঙ্ক্ষিত মাছ আছে কি না, তা কেউই জানে না। আর সেই অজানার মধ্যেই প্রতিযোগিতার নির্দিষ্ট সময় শেষে ফিরতে হবে শূন্য হাতে। আর এমনই একটি ঘটনা ঘটতে যাচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথদিঘিতে।জানা গেছে, ‘মাছশূন্য’ এ দিঘিতে শুক্রবার (১০ অক্টোবর) ২৪ ঘণ্টাব্যাপী বড়শি প্রতিযোগিতার আয়োজন চলছে পুরোধমে। এরই মধ্যে প্রতিটি টিকিটের দাম ২৮ হাজার টাকা নির্ধারণ করে শতাধিক টিকিট বিক্রি করে প্রায় ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি উচ্চ পর্যায়ের আমলাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্রি টিকিট দেওয়া হয়েছে বলেও প্রচার করা হচ্ছে। কিন্তু কেউই জানে না, দিঘিটি একরকম ‘মাছশূন্য’।এ ঘটনায় দিঘি ইজারা নেওয়া ‘চিওড়া মৎস্য চাষি সমবায় সমিতি লি.’-এর সাধারণ সম্পাদক সফিউল ইসলাম কুমিল্লা...