দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে প্রায় ১,৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলি কর্মকর্তাদের কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানিয়েছে, "সৌদি আরব ইসরায়েলি কর্মকর্তারা ও দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের দ্বারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল প্রচেষ্টার কঠোর নিন্দা জানায়, এবং আল-আকসার পবিত্রতার ওপর নিরবচ্ছিন্ন হামলার তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করে।" স্থানীয় সময় বুধবার ইহুদি ধর্মীয় উৎসব সুকোটের দ্বিতীয় দিনে বেন-গাভিরের নেতৃত্বে এই ঘটনা ঘটে। এই বসতি স্থাপনকারীরা অবৈধভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। আল-আকসা মসজিদ বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনিরা এটিকে নিজেদের জাতীয় পরিচয়ের প্রতীক...