উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারিবৃষ্টির কারণে কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধির পরে এবার পানি কমতে শুরু করেছে। পানি বৃদ্ধির পরে কমতে শুরু করায় নদীপাড়ে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। এতে শঙ্কায় পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩২ মিটার। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পানি কমায় বিপৎসীমার ১ দশমিক ৫৮ সেন্টিমিটার মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। অপরদিকে জেলার কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৫ মিটার। ২৪ ঘণ্টায় ৩১ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ২ দশমিক ০৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিনে যমুনার পানি বৃদ্ধি...