শীতকাল ইনফ্লুয়েঞ্জার (শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রামক রোগ) মৌসুম, এটাই ধারণা করা হয়। তবে রোগতত্ত্ববিদেরা বলছেন, তা এখন বদলে গেছে। এখন এটি সবচেয়ে বেশি দেখা দিচ্ছে গরম ও বর্ষাকাল মিলিয়ে। এ বছর ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি বেশ কয়েকটি অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মানুষের মধ্যে শনাক্ত হয়েছে। এটাকে নতুন ধরনের ঝুঁকি বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদেরা। ইনফ্লুয়েঞ্জার মৌসুম বদলে যাওয়া প্রসঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনপ্রথম আলোকে বলেন, ‘আমাদের নিয়মিত নজরদারিতে দেখতে পাচ্ছি, ছয় মাস ইনফ্লুয়েঞ্জা বেশি থাকে। এপ্রিল মাসে তা বাড়তে থাকে, সেপ্টেম্বর থেকে কমতে থাকে। সবচেয়ে বেশি ইনফ্লুয়েঞ্জা থাকে জুন, জুলাই ও আগস্ট মাসে, অর্থাৎ গরমকালে। আর শীতকালে সবচেয়ে কম।’ জনস্বাস্থ্যবিদেরা বলেন, পাঁচ ধরনের মানুষের ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি সবচেয়ে বেশি—বয়স্ক মানুষ, পাঁচ বছরের কম বয়সী শিশু, সহরোগগ্রস্ত (কোমরবিড) মানুষ,...