আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শতভাগ ফিট না থাকলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে লিওনেল মেসিকে খেলানো হবে না। তিনি মেসিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না। এদিকে আগামী শুক্রবার আর্জেন্টিনা মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি বিপক্ষে খেলবে, তারপর ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সোমবার জাতীয় দলে যোগ দিয়েছেন। তিনি ইন্টার মায়ামির হয়ে গত ২১ দিনে সাতটি ম্যাচ খেলেছেন এবং সোমবার জাতীয় দলে যোগ দিয়েছেন। কোচ স্কালোনি জানিয়েছেন, শুধু মেসি নন, অন্য যেকোনো খেলোয়াড়দের চোটের বেলায়ও একইরকম অবস্থান থাকবে তার। আর্জেন্টিনা এই কোচ আরও বলেন, ‘আমরা মেসি ও অন্য খেলোয়াড়দের সাথে কথা বলব। তাদের ব্যাপারে জানতে চাইবো। কারও যদি সামান্য চোটও থাকে তবুও তাকে ঝুঁকিতে ফেলা হবে না।...