‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকং-চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই মর্যাদার ম্যাচ, যেখানে তিন পয়েন্টই হতে পারে আশা ও হতাশার সীমারেখা।ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ক্ষত এখনো তাজা। তবে তার আগে ভারতের মাটিতে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র জুগিয়েছিল আত্মবিশ্বাসের আলো। বিদেশে খেলা মানসম্পন্ন ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামেদুল ইসলামের যোগে দলটা হয়েছিল আরও ভারসাম্যপূর্ণ; কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি।হংকং-চায়নার সঙ্গে বাংলাদেশের অতীত পারফরম্যান্স স্বস্তির নয়। দুদলের চার দেখায় একবারও হাসতে পারেনি লাল-সবুজের দলটি। দুটিতে পরাজয়ের সঙ্গে সমানসংখ্যক ম্যাচে ড্র করেছে। হংকং-চায়নার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ১৯ বছর আগে।...