কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র নেতা বাহার কন্যা সালমা আক্তার নূপুর আবারও সমালোচনার মুখে। সম্প্রতি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভেতরে পুলিশের টেবিলে বসে হ্যান্ডকাপ হাতে ছবি তুলে নূপুর তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলে তা ভাইরাল হয়েছে। স্থানীয়রা বলছেন, সাধারণ নাগরিকরা থানায় প্রবেশ করতেও ভয় পান, অথচ নূপুর বাধা ছাড়াই পুলিশের টেবিলে বসে ছবি তুলেছেন, যা পুলিশি নিরপেক্ষতার ওপর প্রশ্ন তোলে। নূপুরকে এই কাজে সহযোগিতা করেছেন কথিত বৈষম্যবিরোধী নারী সমন্বয়ক জান্নাত। স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে নূপুরের সঙ্গে আরেক নারীর বিষয় নিয়ে ঝামেলা হয়। অভিযোগ দিতে নূপুর থানায় আসে এবং সমন্বয়ক জান্নাতকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটায়। নূপুর নিজে সাংবাদিকদের বলেন, “ছবিটি আমি মজা করে তুলেছি এবং ফেসবুকে মজা হিসেবে পোস্ট করেছি। পোস্ট ডিলেট করেছি এবং...