বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারদের তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী পর্তুগিজ এই কিংবদন্তির সম্পদের পরিমাণ এখন আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার। ৪০ বছর বয়সী এই তারকার আর্থিক উত্থান মূলত গত জুনে সৌদি ক্লাব আল–নাসর-এর সঙ্গে নতুন চুক্তি করার পর আরও ত্বরান্বিত হয়েছে। যার মূল্য ধরা হচ্ছে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, রোনালদো ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বেতন বাবদ আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে নাইকির সঙ্গে তার দশকব্যাপী চুক্তি। যার মাধ্যমে প্রতিবছর আয় প্রায় ১৮ মিলিয়ন ডলার এবং আর্মানি, কাস্ট্রোলসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে পাওয়া আরও ১৭৫ মিলিয়ন ডলার। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল–নাসরে যোগ দেওয়ার পরই তিনি ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়ে ওঠেন। সৌদি ক্লাবটিতে তার...