ইরানের বিরুদ্ধে ১২ দিনের ইসরাইলি যুদ্ধে জড়িত ছিল জার্মান সেনারা। সম্প্রতি ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইলের পক্ষে থাকা পশ্চিমা দেশগুলোর মধ্য অন্যতম ছিল জার্মানি। যুদ্ধ চলাকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ইসরাইলের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন দেন। ফ্রেডরিক মের্জ জানান, তিনি হামলার আগে থেকেই এর বিষয়ে অবগত ছিলেন। তার দাবি,ইসরাইলিদের ‘ইরানের ওপর হামলা না করা কোনো বিকল্পই ছিল না’ কারণ তাদের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। উল্লেখ্য যে, ইসরাইলের এ হমালায় এক হাজারেরও বেশি ইরানি নিহত হন। যদিও হামলার পক্ষে ইসরাইলের যুক্তি, হামলাগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য চালানো হয়েছিল। আরও পড়ুনআরও পড়ুনইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি: পেজেশকিয়ান তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ...