তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটে। নিহতরা হলেন-তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মোঃ হাইফোত হোসেন (৫২)। স্থানীয়দের বরাতে জানা গেছে, নসিমন গাড়িটি নওগা হাটের দিকে গরু বোঝাই অবস্থায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও শিশু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার...