২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং চায়না, যারা ফিফা র্যাঙ্কিংয়ে জামাল ভূঁইয়াদের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে। তবে এই ম্যাচের আগে বাংলাদেশের সামনে আছে কঠিন এক সমীকরণ। আজ হংকংকে হারাতেই হবে। সেটা করতে পারলে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্নটা টিকে থাকবে। হেরে গেলে তো বটেই, ড্র করে বসলেও কাগজে কলমে সুযোগ থাকবে বটে, কিন্তু স্বপ্নটা আদতে শেষই হয়ে যাবে। কারণ শেষ তিন ম্যাচের দুটো যে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে! ফলে ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলার স্বপ্নটা থেকে যেতে পারে স্বপ্ন হয়েই। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ এবার খেলছে সি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের গ্রুপসঙ্গী হংকং চায়না, সিঙ্গাপুর আর ভারত। কাগজে কলমে গ্রুপের সবচেয়ে কঠিন দল ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৪ নম্বরে আছে দলটা। সেই তাদের...