০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর সমন্বয় সভায় বক্তারা বলেছেন, মাদরাসা শিক্ষার ভূমিকা বা অবদান সাধারণ শিক্ষাব্যবস্থার চেয়ে কোনো অংশেই কম নয়। কাজেই মাদরাসা শিক্ষার ক্ষেত্রে কোনরূপ বৈষম্য কাম্য নয়। ৮ অক্টোবর (বুধবার) জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদরাসার প্রিন্সিপালের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় জামিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দ একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি প্রিন্সিপাল কাজী আল্লামা আবদুল আলীম রেজভী। সভায় নেতৃবৃন্দ আরও বলেন, নৈতিকতাসমৃদ্ধ একটি আদর্শিক জাতি গঠনে মাদরাসা শিক্ষা নিরবচ্ছিন্ন কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছে। তাই মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন এবং অধিকতর যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এছাড়া মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও বিস্তৃতি খুবই জরুরি। মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রতিটি বিভাগে অন্তত একটি করে মাদরাসা...