০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম পঞ্চগড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা পাবেন। প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, জেলায় এক হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও এক হাজার ৬২টি কেন্দ্রে ১৮ কর্মদিবসের টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দশ কর্মদিবসে স্কুলে, দ্বিতীয় ধাপে আট কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে টিকাদান সম্পন্ন হবে। জাতীয় ইপিআই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলবে। জেলায় ইতিমধ্যেই এক লাখ ১৬ হাজার শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মো. হাসিবুর রহমান শাহসহ বিভিন্ন মিডিয়ার...