০৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ মাওলানা আবুল আজাদ বলেছেন, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। এই পদ্ধতি নিলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং নির্বাচিত এমপিরা দুর্নীতি ও অনিয়মে জড়াবে না। মাওলানা আবুল আজাদ আরও বলেন, পিআর পদ্ধতি বিশ্বের ৯১টি দেশে ব্যবহার হচ্ছে। জনগণ আর একদলীয় শাসন ব্যবস্থা দেখতে চায় না। যদি কেউ জনগণের মতামত উপেক্ষা করে একতরফা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, তাদের আশা সফল হবে না এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি বুধবার সন্ধ্যায় খুলনার পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সভায় তিনি সৎ...