রাজধানীর চানখাঁরপুলে জুলাই আন্দোলনের সময় সংঘটিত ছয় হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় তার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন ওই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী হিসাবে হাজির হয়েছিলেন আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম (ফাহিম)। ওই দিন (৮ অক্টোবর) প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জবানবন্দি নেওয়ার পর নির্ধারণ করা হবে, বৃহস্পতিবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেরার মুখোমুখি হবেন কি না। চানখাঁরপুল হত্যার মামলায় মোট আটজন আসামি রয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্...