নিজস্ব প্রতিবেদক : সন্তান ধারণে ব্যর্থতা কেবল নারীর কারণে হয়—এমন ভুল ধারণা অনেক সমাজেই প্রচলিত। কিন্তু বাস্তবে বন্ধ্যত্ব হতে পারে পুরুষ কিংবা নারীর কারণে, অথবা উভয়ের কারণে। পরিসংখ্যান অনুযায়ী, অনেক সময় পুরুষের বন্ধ্যত্বই দম্পতির সন্তান না হওয়ার মূল কারণ হয়ে থাকে। ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান পরামর্শক অধ্যাপক ডা. মোসাম্মাত রাশিদা বেগম বলেন, পুরুষের বন্ধ্যত্বের প্রধান কারণ হলো শুক্রাণুজনিত সমস্যা। যেমন: সহবাসে অক্ষমতার কারণে শুক্রাণু নারীর দেহে পৌঁছাতে না পারা। ডা. রাশিদা আরও জানান, ৯০ শতাংশ ক্ষেত্রে শুক্রাণুর কম হওয়ার স্পষ্ট কারণ পাওয়া না গেলেও আধুনিক জীবনযাপন, পরিবেশ দূষণ, অতিরিক্ত গরমে কাজ, ধূমপান ও অ্যালকোহল গ্রহণ, ভিটামিন এবং জিংকের ঘাটতি, কীটনাশকযুক্ত খাবার এসব শুক্রাণুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তার পাশাপাশি ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা, হেপাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, গ্যাস্ট্রিকের অ্যান্টি...