২০২৬ সালের নভেম্বরে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে চলেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। এ দিনটি চিহ্নিত করবে প্রায় ৫০ বছর ধরে মহাকাশ যাত্রার এক অনন্য মুহূর্ত, যেখানে মানবজাতির তৈরি কোনো বস্তুর মধ্যে সবচেয়ে দূরে পৌঁছানোর রেকর্ড আরও এক ধাপ এগিয়ে নেবে ভয়েজার ১। মহাকাশ গবেষণার ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হবে দিনটি। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার ১-কে মহাকাশে পাঠায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যার লক্ষ্য ছিল আমাদের সৌরজগতের বাইরের বিভিন্ন গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ভয়েজার ১-এর কয়েক সপ্তাহ পর উৎক্ষেপিত হয় মহাকাশযানটির সহযাত্রী ভয়েজার ২। দুটি মহাকাশযানই সৌরজগতের সীমা পেরিয়ে এখন মহাশূন্যের অজানা প্রান্তে পাড়ি জমিয়েছে, যা মানব ইতিহাসে তৈরি সবচেয়ে দূরে পৌঁছানো বস্তু হিসেবে রেকর্ড গড়েছে বলে প্রতিবেদনে লিখেছে স্ল্যাশগিয়ার। প্রায় পঞ্চাশ বছর ধরে চলা এই মহাকাশ মিশন...