আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সাক্ষ্য প্রদানের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজন পুলিশের বিরুদ্ধে একই দিনে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ, যার বিচারিক প্যানেলের নেতৃত্বে আছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। চানখারপুলের ঘটনায় অভিযুক্ত আটজনের মধ্যে চারজন বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন। তারা হলেন—শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল...