আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য—‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’ ডিজিটাল যুগে যোগাযোগ ও বাণিজ্যের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের গুরুত্ব নতুনভাবে উঠে আসছে। একসময় শুধু চিঠি ও পার্সেল আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি দেশের ই-কমার্স ও ডিজিটাল সেবার গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডাক বিভাগের আধুনিকায়নের মাধ্যমে এটি আবারও জনজীবনের অপরিহার্য অংশে পরিণত হতে পারে। এজন্য প্রয়োজন অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা, দ্রুত ডেলিভারি, মোবাইল পেমেন্ট ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করা। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে ডাক বিভাগকে স্মার্ট, দক্ষ ও আস্থাভাজন প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারলেই এটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে। বিশ্ব ডাক দিবসের সূচনা হয় ডাক ব্যবস্থার ইতিহাস ও বৈশ্বিক সংযোগের গুরুত্ব স্মরণে। ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত...