০৯ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) বিজ্ঞানী সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বি-বার্ষিক সম্মেলনে ১৩ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসআরআই এর শারীরতত্ত্ব ও চিনি রসায়ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল আরেফীন। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুনির হোসেন। সহ-সভাপতি হয়েছেন কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগের প্রধান ড. একেএম রাশেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব ড. মো. শরিফুল ইসলাম। অন্যান্য দায়িত্বে রয়েছেন—প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. রবিউল ইসলাম, সেমিনার ও প্রকাশনা সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজনীন সুলতানা এবং কোষাধ্যক্ষ ড. মো. নুর আলম। নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন—প্রশাসন...