ইসরায়েল ও হামাস অবশেষে যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় গাজায় বন্দি কিছু জিম্মি ও কয়েদিকে মুক্তি দেওয়া হবে। দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এটাই সবচেয়ে বড় আশার খবর। এই যুদ্ধ এখন পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে, গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে এবং পৃথিবীর নানা দেশে বিক্ষোভের জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে চুক্তির খবর ঘোষণা করেন। তিনি লিখেছেন, গাজায় বন্দি সব জিম্মিকে শিগগির মুক্তি দেওয়া হবে, আর ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে এক নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত—যা ‘দীর্ঘস্থায়ী ও স্থায়ী শান্তি’র প্রথম ধাপ। হামাস বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার আলোচনার পর তারা এই চুক্তিতে পৌঁছেছে। এতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হামাস আরও জানিয়েছে, তারা...