ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়ার ছবি ও ভয়েস (কণ্ঠ) ব্যবহার করে টাকা দাবি করছে এক প্রতারক চক্র। ওই প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ডিএসসিসির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়ার ছবি ও ভয়েস ব্যবহার করে একটি প্রতারক চক্র অর্থ দাবিসহ অনান্য প্রতারণা করার হীন প্রচেষ্টা করছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার জন্য ও কোনো রকম আর্থিক বা অন্য কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।’ আরও পড়ুন‘আপনি কতো বড় সাংবাদিক, আমার চোখের সামনে পইড়েন’গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ইউটিউব চ্যানেলে তথ্যচিত্র প্রকাশ এ পোস্টের সঙ্গে প্রশাসকের...