ব্যাটাররা বোর্ডে লড়াই করার মতো পুঁজি দিতে পারেননি। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২২১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। বোলাররা ৪৭.১ ওভার পর্যন্ত আফগানদের আটকে রেখেও শেষ পর্যন্ত পারেননি। ৪ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে টাইগাররা। কোথায় হেরেছে বাংলাদেশ? অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে দুষলেন ব্যাটারদেরই। মিরাজের কথা, ‘শেষদিকে আমরা জুটি পাইনি। সেখানেই সমস্যাটা হয়েছে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল। তবে যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো। আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’ সিরিজের প্রথম ম্যাচেই হার। ২০২৭ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব যাতে খেলতে...