ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জয়লাভ করে আলবিসেলেস্তেরা।শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য ছিল দক্ষিণ আমেরিকার তরুণদের। তাদের নেতৃত্বে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বর্নমাউথের ডিফেন্ডার হুলিও সোলের। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ বাদে সব খেলায় মাঠে নেমেছেন সোলের। তার নেতৃত্বেই আগ্রাসী ফুটবলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। বায়ার লেভারকুজেন ফরোয়ার্ড আলেহো সারকো ডিলান গোরোসিতোর নিখুঁত পাস পেয়ে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহের কাররিজো। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত ফ্রি-কিক গোলরক্ষকের নাগাল ছাড়িয়ে পোস্টের ভেতর ঢুকে যায়। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল নাইজেরিয়া, তবে কাজে লাগাতে পারেনি। তাদের সেরা সুযোগ আসে তাহির মাইগানার একক প্রচেষ্টায়, কিন্তু গোলরক্ষক...