বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তার ফেসবুক প্রোফাইলে তিনি ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে একটি পোস্টে এসব কথা বলেন। পোস্টে তিনি জানান, গতকাল সকালে ট্রেনে ভৈরব যাত্রার আগে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলেন। পরে ভৈরব ও আশুগঞ্জ ট্রেন স্টেশন পরিদর্শনকালে তিনি স্টেশনের বেহাল অবস্থা ও নারী ও প্রবীণদের ওঠার অসুবিধার কথা তুলে ধরে মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। সরাইলের পথে যানজট ও মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেটের অভাবের কথাও উল্লেখ করে তিনি বলেন, অনেক খোঁজাখুঁজির পর মাত্র একটি হেলমেট পেয়ে সেটিই পরে যাত্রা করেন। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। ফাওজুল কবির খান যানজটের প্রধান কারণ হিসেবে চালকদের শৃঙ্খলার অভাব ও হাইওয়ে ট্রাফিক পুলিশের অপ্রতুল কার্যক্রমকে দায়ী করেছেন। এ...