বিরাশি বছরের জীবনের ৫০ বছর ধরেই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের পরিচালক মার্টিন স্কোরসেসি। অস্কারজয়ী এই নির্মাতার জীবন ও কর্ম তুলে ধরতে পাঁচ পর্বের তথ্যচিত্র বানিয়েছে অ্যাপল টিভি প্লাস। A post shared by NYFF | New York Film Festival (@thenyff) দ্য হলিউড রিপোর্টার বলছে, তথ্যচিত্রের নাম রাখা হয়েছে ‘মিস্টার স্কোরসেসি’; পরিচালনা করেছেন রেবেকা মিলার। এই তথ্যচিত্রে স্কোরসেসি তার স্বপ্নের কথা বলেছেন, দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। তার পরিবার ও ব্যক্তিজীবনের অজানা কিছু্ তথ্যও তুলে ধরবে এই তথ্যচিত্র। রয়েছে তার সাক্ষাৎকার, শুটিংয়ের নেপথ্যের গল্প। স্কোরসেসিকে নিয়ে তার পরিবারের সদস্য এবং বন্ধু এবং হলিউডের বিভিন্ন তারকার মতামতও রয়েছে সেখানে। তারকাদের মধ্যে রবার্ট ডি নিরো, ড্যানিয়েল ডে-লুইস, লিওনার্দো ডিক্যাপ্রিও, মিক জ্যাগার, রবি রবার্টসন, স্টিভেন স্পিলবার্গ, শ্যারন স্টোন, জোডি ফস্টার, স্পাইক লি, কেট ব্ল্যানচেটসহ অনেকে...