আজও ঢাকায় বৃষ্টি হচ্ছে। সকাল পৌনে ৯টা থেকে ভারী হলেও এখন কিছুটা কমেছে। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসযাত্রার সময়ের এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। পৌনে ৯টার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। চলে প্রায় পৌনে এক ঘণ্টা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে তিন ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবাহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে। বাতাস...