নরসিংদীর আহত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমে নরসিংদী শহর বিএনপির সহ-সভাপতি ও পৌর শহরের ইজারাদার আলমগীর হোসাইনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মোবাইল ফোনে মামলার বাদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- ফজলুল রশিদ ওরফে আদর (৪০), মো. সোহাগ মিয়া (৩৫), তানভীর মিয়া (২২), শফিকুল ইসলাম (৪৪), শান্ত মিয়া (২৩), কুদরত হাসান (২৩) এবং মো. রকিব খাঁ (৩০)।আরো পড়ুন:রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু আর নেইশিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণে কমিশন গঠন করবে বিএনপি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণে কমিশন গঠন করবে বিএনপি মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ সাইয়াদুর...