হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে পরামর্শ ও বিআরটিএ, জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। গতকাল বুধবার সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান ট্রেনযোগে ঢাকা থেকে ভৈরব পৌঁছান। সেখান থেকে গাড়িতে যেয়ে আশুগঞ্জ ট্রেন স্টেশন পরিদর্শন করে সরাইলে যাওয়ার পথে যানজটে পড়েন, যা দেশজুড়ে আলোচনার বিষয়বস্তু হয়েছে। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন যাতায়াত বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইনুদ্দিন, রেল ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী, জেলা ও উপজেলা পরিষদ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খানের নিজস্ব ফেসবুক পেজে তার লিখা এক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়। সেখানে পৌঁছে বিএনপি, জামায়াতসহ স্থানীয় জনগণের সাথে কথা বলেন উপদেষ্টা। এ প্রসঙ্গে উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির বলেন,...