০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিমুলতলা-আটলংকা-ফৈলজানা সড়ক বেহাল দশায় পৌঁছেছে। বর্তমানে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম এই সড়কটি ভেঙে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেই গর্তগুলো পানিতে ভর্তি হয়ে যায়, ফলে যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়ছে। এ কারণে এলাকায় চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে এবং মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন সড়কটির সংস্কার করা হয়নি এবং সংশ্লিষ্টদের থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। সড়কটি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন চাটমোহরের দক্ষিনাঞ্চলের তিনটি ইউনিয়ন ও পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার মানুষজন এবং অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করে। বর্তমানে আটলংকা বাজারের কাছে একটি ১৫ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ কাজ চলছে, যার ব্যয় ধরা হয়েছে ২...