নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে অর্থনীতিতে বেশ কিছু আশার আলো দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮.৩ শতাংশে, যা আগামী দিনে আরও কমার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। “গত এক-দুই মাসে মূল্যস্ফীতি প্রায় ৭ শতাংশে নামতো, যদি না সাময়িকভাবে চালের দাম বেড়ে যেত,”— বলেন গভর্নর।তিনি জানান, রিজার্ভের অবস্থাও স্থিতিশীল রয়েছে, যা এখন পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রাখে। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ২৪ শতাংশে পৌঁছেছে জানিয়ে গভর্নর বলেন,“শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক দুর্নীতি ও ব্যাংক লুটের ফলেই আজ এই পরিস্থিতি। তবে বর্তমান সরকার এই অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।”বাংলাদেশ ব্যাংক এখন এ হার কমিয়ে ৪ থেকে ৫ শতাংশে আনার লক্ষ্য নিয়েছে। ব্যাংক খাত সংস্কার ও নতুন উদ্যোগ:...