যশোরের মণিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে ও আরেক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে ঘটনাদুটি ঘটে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা গ্রাম ও কুলটিয়া গ্রামে।প্রথম ঘটনায়, খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাত্তার মাছ ধরার জন্য নালায় ঘুনি পেতে যান। পরে রাত একটার দিকে ঘুনি তোলার জন্য গেলে প্রতিবেশী মাছচাষি জসিম উদ্দিন তার ঘেরে চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা গুনা তারে স্পর্শ করলে সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, কুলটিয়া গ্রামে অমল রায় (৫০) নামের আরেক কৃষক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে...