জব্দ তালিকায় দেখা যায়, সেখানে মাত্র পাঁচ হাজার ইয়াবার কথা উল্লেখ করা হয়েছে। অথচ স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার করা হয়েছিল প্রায় ৬০ হাজার ইয়াবা। শুধু তাই নয়, মাদক উদ্ধারের স্থানটিও ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করেছেন। আশ্চর্যের বিষয়, এত বড় মাদক উদ্ধারের পরও পুলিশ কোনো প্রেসবিজ্ঞপ্তি দেয়নি বা গণমাধ্যমকে অবহিত করেনি- যেখানে সাধারণত পাঁচশ পিস ইয়াবা উদ্ধার হলেও সাংবাদিকদের ডেকে প্রচার চালানো হয়। এই নীরবতা পুরো ঘটনাটিকে সন্দেহজনক করে তুলেছে। এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় স্থানীয় কয়েকজন যুবকের। তারা বলেন, আমরা শুনেছি ৬০ হাজার ইয়াবাসহ আওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু পরে মাত্র ৫ হাজার পিস ইয়াবা দেখিয়ে এসআই শের আলী তাকে আটক দেখায়। এতে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, আওয়াল ছিলেন ইয়াবা সিন্ডিকেটের বাহক। প্রকৃত মালিক মরিচ্যা...