আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে আরো সরব হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে সামাজিকমাধ্যমে দলের ইতিবাচক কাজের প্রচার বাড়ানোর পাশাপাশি নেতিবাচক ও মিথ্যা প্রচারণা মোকাবিলায় কাজ করছে দলটি। তবে সে কাজকে আরো গতিশীল করতে তৃণমূলকেও কাজে লাগাতে চায় দল। এ লক্ষ্যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা দলের এ বার্তা দায়িত্বপ্রাপ্ত এলাকার সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে পৌঁছাবেন। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার দুপুরে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নিয়মিত আলোচনার পাশাপাশি সামাজিকমাধ্যমে সক্রিয়তার বিষয়টি গুরুত্ব পায়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে এ বৈঠক হয়। বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহাকারী ড. সাইমুম পারভেজ,...