মেসিদের মতো ছোটরাও যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপপর্বে দাপট দেখানো আর্জেন্টাইন যুবারা সুপার সিক্সটিনেও ধরে রেখেছে জয়ের ধারা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র আলবাসিলেস্তারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) চিলির জুলিয়ান মার্টিনেজ স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে কোনো পাত্তাই পায়নি সুপার ঈগল খ্যাত নাইজেরিয়ার যুবারা। যদিও বেশি আক্রমণ তারাই করেছে। আর্জেন্টিনার যুবারা ১০টি আক্রমণ করেছে গোলমুখে। আর নাইজেরিয়া করেছে ১৪টি। কিন্তু তারা একটি গোলও পায়নি। উল্টোদিকে ৪ বার গোলের দেখা পেয়েছে মেসিদের উত্তরসূরীরা। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলেজো সারকোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রায় ২০ মিনিট পর আবারও সাফল্য। ২৩ মিনিটের মাথায় মেহের কারিজ্জো ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে নাইজেরিয়ার যুবদল।...