ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ দল। এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে হয়ে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের সামনে। তাই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ফিফা র্যাঙ্কিংয়ে হংকং (১৪৬তম) এগিয়ে থাকলেও ঘরের মাঠে ভালো ফল নিয়ে বাংলাদেশ (১৮৪তম) দল। দলের প্রস্তুতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন অন্যতম তারকা খেলোয়াড়, লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, ফুটবলে সাফল্য একক প্রচেষ্টা নয়, এটি সম্মিলিত। হংকং ম্যাচের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে এবং আমরা এক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছি। ইনশাল্লাহ, পরিকল্পনা ঠিক আছে। সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচের হতাশা স্বীকার করে হামজা বলেন, সিঙ্গাপুর...