দুই বছর ধরে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিরা সোমবার মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বুধবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে জিম্মি মুক্তির এ সম্ভাব্য তারিখ জানান, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ নিয়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন। এই পর্যায়ে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার কথা, যা দুই বছর ধরে চলা প্রাণঘাতী যুদ্ধ শেষ করার পথ খুলে দিতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার সময় আড়াইশ জনকে জিম্মি করা হয়েছিল। দুই বছরের যুদ্ধে অনেক জিম্মি মারা পড়েছে, গত বছরের শেষদিকে হওয়া এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অনেকে ছাড়াও পেয়েছে। তবে হামাসের হাতে এখনও ৪৮ ইসরায়েলি জিম্মি আছে এবং এদের মধ্যে ন্যূনতম...