শরতের শেষাংশে আরও কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে মৌসুমি বায়ু হেমন্ত আসার আগেই বিদায় নেবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, মধ্য অক্টোবরে কার্তিকের শুরু থেকেই বাতাস গতিপথ পরিবর্তন করবে। তাতে কমাতে শুরু করবে আর্দ্রতা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, মধ্য অক্টোবর থেকেই বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের হিসাবে মুনসুন বা বর্ষাকাল জুন, জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর–এই চার মাস। মুনসুনের শেষ দিকে বরাবরই বৃষ্টির প্রবণতা থাকে। আমাদের পূর্বাভাস অনুযায়ী, আরও কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকবে। তারপর...