এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ ও হংকং মুখোমুখি হবে। তবে এই ম্যাচের আগে আলোচনায় চলে এসেছেন হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড। মাঠ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সঙ্গে বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরীকে নিয়ে খোঁচাও দিয়েছেন প্রতিপক্ষকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামের মান নিয়ে বেজায় অসন্তুষ্ট ওয়েস্টউড। তার অভিমত, হামজারা নিয়ম ভেঙেছেন এএফসির। তিনি বলেন, ‘আমি মনে করি, পিচ আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন মাঠ ব্যবহার করেছে, যা নিয়মবিরুদ্ধ। এএফসি ম্যাচের আগে দু-তিনদিন মাঠ ব্যবহার না করাই উচিত; কিন্তু তারা তা করেনি। ফলে মাঠের মান খারাপ হয়েছে। তবে আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না। দুদলকেই এই মাঠে খেলতে হবে। বাংলাদেশ হয়তো একটু বেশি অভ্যস্ত, কারণ তারা এখানে নয়দিন ধরে অনুশীলন করেছে। যেটা আমাদের নিয়ন্ত্রণে, আমরা সেটাই নিয়ন্ত্রণ করব।’...