০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম বাংলালিংক সম্প্রতি ব্র্যাক হেলথকেয়ারের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা ব্র্যাক হেলথকেয়ারের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই ছাড়ের মধ্যে রয়েছে: নারীদের স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজে ৩০% ছাড়, কিডনি ফাংশন টেস্টে ২৫% ছাড়, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষায় ১০% ছাড়, ফার্মেসি থেকে নির্ধারিত ওষুধ ক্রয়ে ৫% ছাড়। সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানটি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে অনুষ্ঠিত হয়। বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার, আর ব্র্যাক হেলথকেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মো. রোকনুজ্জামান এবং মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনসের ডেপুটি ম্যানেজার একেএম...