০৯ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় চোরাইপণ্যসহ দুইজনকে আটক করেছে। আটক ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার (৩৫) ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে। অপরজন আব্দুল শহীদ (৪২) যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি জানান, বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ এবং শাড়ি জব্দ করা হয়। অভিযানের সময় মদসহ প্রকাশ সিকদার ও ফেনসিডিলসহ আব্দুস...