আগামীকাল ১০ অক্টোবর,বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫। মানুষের জীবনে যেকোনো সময় আচমকা যেকোনো বিপদ-আপদ ঘটতে পারে, বিপর্যয়কর অবস্থা তৈরি হতে পারে, জরুরি সংকটে ডুবে যেতে পারে বিশ্বের যেকোনো দেশের যেকোনো ব্যক্তি, ছোট-বড়,ধনী-দরিদ্র ভেদাভেদ নেই। নানা ঘটনা-অনুঘটনা আচমকা চারপাশ লন্ডভন্ড করতে পারে, নিজের শরীর-মনও আক্রান্ত করতে পারে। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবাও যে ভীষণভাবে জরুরি এবার তারই গুরুত্ব তুলে ধরেছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ (WFMH) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিষয়টিকে স্বাগত জানিয়েছে। প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে Access to Service: Mental Health in Catastrophes and Emergencies. বিপর্যয়' শব্দের অর্থ হলো আকস্মিক বড় ক্ষতি বা ধ্বংসাত্মক ঘটনা, বিশৃঙ্খল অবস্থা, ওলটপালট অবস্থা বা স্বাভাবিক জীবনধারার কোনো কিছুর সম্পূর্ণ উল্টে যাওয়া। একে 'দুর্যোগ'ও বলা হয়। উদাহরণ হলো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়,...