শেষ হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। বড় বহর নিয়ে এবারের অধিবেশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গীদের মধ্যে উপদেষ্টাদের পাশাপাশি ছিলেন তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা। এর মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তবে নিউইয়র্ক সফরে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে এই তরুণ রাজনীতিবিদের। বিমানবন্দরে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেনআখতার হোসেন। এরপরও যুক্তরাষ্ট্র সফরকে ইতিবাচক বলছেন তিনি। যুক্তরাষ্ট্র সফরকালেই জাগো নিউজের কাছে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এনসিপির এই নেতা। সাক্ষাৎকার নিয়েছেনইসমাইল হোসাইন রাসেল। জাগো নিউজ: যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। আখতার হোসেন:আমরা নিউইয়র্কে আসার পরেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। কিন্তু তাদের এই হামলার পরও আমরা নিউইয়র্ক...