ডিমলায় ভাতিজি বউয়ের লোহার রডের আঘাতে চাচা শ্বশুরের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে। জানা গেছে, নীলফামার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে গত ২রা অক্টোবর ৩ টার দিকে পারিবারিক কলহের বিরোধের জেরে দুই জা শাহিনা বেগম ও বিথি বেগমের মধ্যে মারপিট শুরু হয়। ঘটনা দেখে চাচা শ্বশুর মৃত্যু রহিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার ( ৫৫) থামাতে গেলে ভাতিজি বউ নিথি আক্তার (৩৫) রড দিয়ে চাচা শশুর আব্দুস সাত্তারের মাথায় আঘাত করলে আব্দুস সাত্তার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় । এলাকা বাসী আব্দুস সাত্তার কে গুরুত্ব আহত অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থা গুরুতর ও শারীরিক অবস্থার অবনতি ঘটলে আব্দুস সাত্তার কে উন্নত চিকিৎসার জন্য গত...