নিজস্ব প্রতিবেদক : গণ-আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বসেই তিনি একের পর এক বাংলাদেশবিষয়ক মন্তব্য করে যাচ্ছেন, যা অনেকের মতে উসকানিমূলক। তবে এবার ভারত এই বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে বলে দাবি করেছেন বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ভারত চাইছে না শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করুন। কারণ, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারতের বর্তমান সরকার। সম্প্রতি ইউটিউবে নিজের চ্যানেলে দেয়া বক্তব্যে মোস্তফা ফিরোজ বলেন,“ভারতে শেখ হাসিনার জামাই আদরের দিন বুঝি শেষ হতে চলেছে। তাকে স্পষ্ট জানানো হয়েছে—বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে আর কোনো কথা বলা যাবে না। তিনি যদি এসব বলতেই থাকেন, তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আর কখনো স্বাভাবিক থাকবে না।” মোস্তফা...