আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শতভাগ ফিট না থাকলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না। আলবিসেলেস্তেরা আগামী শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি হবে, এরপর ১৩ অক্টোবর শিকাগোতে খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে। ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির হয়ে গত ২১ দিনে সাতটি ম্যাচ খেলেছেন এবং সোমবার জাতীয় দলে যোগ দিয়েছেন। স্কালোনি জানালেন, শুধু মেসি নন; অন্য খেলোয়াড়দের চোটের বেলায়ও একইরকম অবস্থান তার। আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা তার (মেসি) ও অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। কারও সামান্য চোট থাকলেও তাকে ঝুঁকিতে ফেলা হবে না। এগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও, প্রীতি ম্যাচ। যত ছোট সমস্যাই থাকুক, আমরা তাকে বা অন্য কাউকে নিয়ে কোনো ঝুঁকি নেব না। আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ ভেনিজুয়েলার বিপক্ষে মেসি ও...