আপনি সোশ্যাল হ্যান্ডেলের এক পোস্টে বলেছেন, ‘গাধা দিয়ে যেমন হাল চাষ হয় না, তেমনি শুধু মুখে সংলাপ আওড়ালে অভিনয়ও হয় না।’ এই কথার পেছনের ভাবনা কী?এখন অনেকেই ভাবে, অভিনয় মানে মুখে সংলাপ বলা বা ক্যামেরার সামনে দাঁড়ানো। কিন্তু অভিনয় মানে শুধু অনুকরণ নয়, অনুধাবন। চরিত্রকে বোঝার, তার শ্বাস নেওয়ার, ব্যথা অনুভব করার একটা গভীর প্রক্রিয়া আছে। আজকের বাস্তবতায় দেখি, অনেকেই চরিত্র নয়, ক্যামেরার জন্য অভিনয় করছে। অভিনয় নয়, বরং অভিনেতা হওয়ার ভান যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে; যা আসলে খুবই ভয়াবহতার দিকে নিয়ে যেতে পারে আমাদের নতুন প্রজন্মদের।আপনি বলছেন, এখন অভিনয় কেবল একটা পোস্টে সীমাবদ্ধ হয়ে পড়েছে?দুঃখজনকভাবে হ্যাঁ। আজকাল অভিনয় মানে অনেকের কাছে ‘শুটিং চলছে’ লেখা একটা পোস্ট। যে জানে না চরিত্রের চোখে ব্যথা ধরতে হয়, যে জানে না সংলাপের...